সর্বশেষঃ এখন থেকে ফেসবুক স্টোরি থেকে করা যাবে আয়
সর্বশেষঃ রমজানে ঘুমের সমস্যা সমাধান করবেন যেভাবে
সর্বশেষঃ টিকটক ব্যবহারকারীদের ভবিষ্যৎ অনিশ্চিত
সর্বশেষঃ ইফতারিতে যেসব খাবার একসাথে খওয়া ঠিক নয়
সর্বশেষঃ রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চায় না ইউক্রেন
সর্বশেষঃ গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়
বিদেশে উচ্চশিক্ষায় নেদারল্যান্ডস শিক্ষার্থীদের অন্যতম পছন্দের একটি দেশ। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি জার্মানি ও বেলজিয়ামের মতো গুরুত্বপূর্ণ দেশের প্রতিবেশী, যা একাধিক কাজ ও ভ্রমণের সুযোগ করে দেয়। আধুনিক ও উদ্ভাবনী এই দেশে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা কেবল উন্নত শিক্ষাব্যবস্থার সুবিধাই পান না, বরং পাশের দেশগুলোর চাকরির বাজারেও প্রবেশের সুযোগ পান।
কেমন হবে যদি আপনি ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ পান?
নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে । ‘আমস্টারডাম মেরিট স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী জানুয়ারি-মে (বার্ষিক)। অনুষদ ভেদে আবেদনের সময়সীমা ভিন্ন।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয় (University of Amsterdam, UvA) নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় এবং ইউরোপের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। এটি ১৬৩২ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে বিশ্বজুড়ে গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে এর একটি বিশেষ স্থান রয়েছে। আমস্টারডামে দুটি সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় আছে। একটি হল আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং অপরটি আমস্টারডাম মুক্ত বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি প্রদান করবে;
*জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ প্রদান করবে;
*অনুষদের ওপর নির্ভর করে বৃত্তির পরিমাণ €২,০০০ থেকে €২৫,০০০ পর্যন্ত হতে পারে;
*এক বছরের জন্য স্কলারশিপ দেওয়া হয়। তবে স্নাতকোত্তর প্রোগ্রামের দ্বিতীয় বছরের জন্য বাড়ানোর সুযোগ দিয়ে থাকে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রীধারী হতে হবে;
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে (সিজিপিএ ৩.৫ বা বেশি হতে হবে);
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
তবে অনুষদের ভিন্নতায় মানদণ্ড ভিন্ন হতে পারে। আবেদনকারীকে ফ্যাকাল্টি বা গ্র্যাজুয়েট স্কুলের ওয়েবসাইটগুলোতে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজনীয়তা, নির্বাচনের মানদণ্ড এবং আবেদনের নির্দেশাবলি দেখে নিতে হবে।
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP