বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার 'গ্র্যাজুয়েট প্লাস' ভিসা চালুর উদ্যোগ

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য  ‘গ্রাজুয়েট প্লাস’ ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ভিসার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী দেশটির দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে উচ্চক্ষমতাসম্পন্ন চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর আগে অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পড়াশোনা শেষে চাকরির সুযোগ পেলেও, বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এ সুযোগ ছিল না।

আজ বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়। একই দিনে কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে সাক্ষাতে ড. ইউনুস এ বিষয়ে আলোচনা করেন।

আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, 'মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট পাস ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।'

বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেয়ে থাকলেও, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ সুযোগ এখনও দেওয়া হয়নি।

এর আগে বুধবার মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরের এক হোটেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি ও শিক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনুস শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশের ডিগ্রিকে মালয়েশিয়ার সরকারি সংস্থা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের 'থ্রি জিরো' অভিযানে গভীর আগ্রহ প্রকাশ করেন। এই অভিযানের লক্ষ্য বিশ্ব থেকে দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

অধ্যাপক ইউনুস বলেন, 'দারিদ্র্যমুক্ত পৃথিবীর কথা কল্পনা না করলে তা বাস্তবায়ন সম্ভব নয়।' তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানান, আত্মঘাতী নয়, এমন এক সভ্যতা গড়ে তোলার জন্য। শিক্ষা সহযোগিতা আরও জোরদার করতে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনুস।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুটফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

তারও আগে, এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)। পরে তিনি ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP