গাভীর প্রজনন সম্পর্কে জানুন - নতুন খামারিদের জন্য !

By Md. Rakib Hasan

গাভী বীজ না রাখার(কনসিভ না করার) কারনঃ 

আমাদের দেশের বেশিরভাগ খামারি ভাইদের গাভীর ঋতু চক্র সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা সময়মতো গাভিকে বিজ দিতে ব্যর্থ হয় ফলে গাভী কনসিভ করে না। যদি খামারী ভাইয়েরা গাভির ঋতু চক্র সম্পর্কে ধারনা নিতে পারে তাহলে অনেকাংশে সফল হবে। ঋতু চক্রের চারটি ধাপ রয়েছে প্রথম টি Pro_ Estrous বা প্রস্তুতি পর্ব দ্বিতীয় টি Estrous বা উত্তেজনা পর্ব তৃতীয়টি - Meta_ Estrous কাম উত্তেজনা পর্ব ৪র্থ টি Di-Estrus নিষ্ক্রিয় পর্ব. 

 

১.প্রস্তুতিপর্ব( pro-Estrous)ঃ গাভী হিটে আসার তিন দিন পূর্ব থেকে খাওয়া-দাওয়া কম খাবে ঝিমানি ভাব থাকবে।গাভীর যোনি মুখ দিয়ে স্বচ্ছ পাতলা ঝিল্লি বের হবে। 

 

২.যৌন উত্তেজনা পর্ব ( Estrous): এই পর্ব ১ দিন স্থায়ী থাকে। আর আমাদের খামারি ভাইয়েরা বেশির ভাগ ক্ষেত্রে এই পর্বেই বিজ দিয়ে থাকেন যার ফলে সমস্যাটার জন্ম নেয় এখান থেকেই। এই পর্বে বিজ দিলে কন্সেপ্ট না করার হার ৯৮%. 

 

লক্ষনঃ * গাভি ঘন ঘন প্রসাব করবে * অন্য গাভির উপর লাফিয়ে উঠবে *অন্য গাভীর যৌনাঙ্গ শুকতে থাকবে। * দুধ উৎপাদন কমে যাবে 

 

৩. কামত্তোর পর্ব( Meta _ Estrous)ঃ এটি খামারি ভাইদের জন্য স্বর্ন যুগ বা সঠিক সময়। এই পর্বের স্থায়িত্ব কাল ১থেকে ২দিন।এই পর্বেই বিজ দেয়ার সঠিক সময়। এই সময় বিজ দিলে কন্সেপ্ট করার হার ৯৯%. এই পর্বের প্রধান লক্ষন গাভীর যোনি পথ দিয়ে অনেক সময় রক্ত মিশ্রিত ঝিল্লি বের হয়। 

 

আপনি মনে রাখবেন আপনার গাভীর Estrous পর্ব দেখা দেয়ার ১২ ঘন্টা পর বিজ দিবেন।অর্থাৎ সকালে হিট আসলে বিকালে( ৫/৬) টায় বিজ দিবেন। যদি গাভিটি পুর্বে হিট মিছ করে থাকে তাহলে সেই গাভিকে অবশ্যই পরের দিন সকালে আবার বিজ দিবেন।

 

শেষ পর্ব( Diestrous) ঃ এটি থাকে ১৫ দিন। যদি আপনার গাভিকে বিজ না দেন তাহলে গাভির জরায়ু থেকে বের হওয়া ডিম্বানু মারা যাবে এবং গাভির সমস্ত জনন অঙ্গ স্বাভাবিক হবে। এর পর কয়েক দিনের মধ্যে আবার সাইকেল বা চক্র শুরু হবে। আপনার খামার সফল হোক, বিনিয়োগ নিরাপদ হোক !

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP