পুরুষদের যেসব পোশাক ফুটিয়ে তোলে আভিজাত্য ও আকর্ষন

By Sub Editor

পোশাক শুধু শরীর ঢেকে রাখার উপায় নয়, এটি আমাদের ব্যক্তিত্ব, রুচি আর সামাজিক অবস্থানকেও প্রকাশ করে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সঠিক রঙের শার্ট-প্যান্ট বা শার্ট-স্যুটের সংমিশ্রণ একজন মানুষকে এক মুহূর্তেই অনেক বেশি মার্জিত, পরিপাটি ও আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

অনেক সময় আমরা ভাবি – কালো শার্টের সঙ্গে কি নীল জিনস মানাবে? সাদা শার্টে কি ধূসর প্যান্ট চলবে? কিংবা অফিসে কোন কম্বিনেশনটি সবচেয়ে ‘অফিশিয়াল’ লাগবে?

পুরুষদের পোশাকে কোন রঙের সঙ্গে কোন রঙ সবচেয়ে ভালো মানায় এবং কোনটা আপনাকে আরও বেশি ‘এলিগ্যান্ট’ বা অভিজাত করে তুলবে, আজ চট করে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিন-

১. সাদা শার্ট – সব সময়ের রাজা
সাদা শার্ট এমন এক পোশাক যা প্রায় সব রঙের প্যান্ট বা ট্রাউজারের সঙ্গেই মানিয়ে যায়। তবে নিচের রঙগুলোর সঙ্গে বিশেষভাবে অভিজাত লাগে-

>> নেভি ব্লু বা গাঢ় নীল প্যান্ট

>> কাঠকয়লা ধূসর বা চারকোল গ্রে

>> খাকি বা উষ্ণ বাদামি প্যান্ট

>> ক্লাসিক ব্ল্যাক ট্রাউজার

সাদা হলো নিরপেক্ষ রঙ, যা যেকোনো গাঢ় রঙকে উজ্জ্বল করে তোলে। একে বলে হাই কনট্রাস্ট কম্বিনেশন, যা চোখে পড়ার মতো হয়, কিন্তু কখনোই অতিরিক্ত লাগে না।

২. নেভি ব্লু শার্ট – আধুনিক ও মার্জিত

নেভি ব্লু বা গাঢ় নীল শার্ট একদিকে যেমন প্রফেশনাল, অন্যদিকে আবার ট্রেন্ডি। আপনি চাইলে এর সঙ্গে ম্যাচ করতে পারেন-

>> সাদা বা হালকা ধূসর ট্রাউজার

>> স্যান্ড কালার বা খাকি প্যান্ট

>> রাতে বিশেষ অনুষ্ঠানে কালো প্যান্টও বেশ মানায়

নেভি ব্লু স্যুটের ভেতরে হালকা নীল বা সাদা শার্ট পরলে তা হয় একেবারে কর্পোরেট লুক।

৩. কালো শার্ট – ক্লাসিক স্টাইল

কালো শার্ট সাধারণত হালকা রঙের ট্রাউজার বা জিন্সের সঙ্গে বেশি মানায়। যেমন-

>> হালকা ছাই রঙ বা লাইট গ্রে

>> ফেইড ব্লু জিন্স

>> হালকা খাকি বা ক্রিম প্যান্ট

>> তবে কালো শার্ট ও কালো প্যান্ট একঘেয়ে ও ভারী লাগতে পারে, যদি না সেটি ফর্মাল স্যুট হয়।

৪. প্যাস্টেল শার্ট – হালকা রঙে নরম ছোঁয়া

হালকা গোলাপি, মিন্ট গ্রিন, স্কাই ব্লু ইত্যাদি প্যাস্টেল রঙের শার্ট বর্তমানে বেশ জনপ্রিয়। এগুলোর সঙ্গে মানায়-

>> গাঢ় নেভি ট্রাউজার

>> ক্যাজুয়াল জিন্স

>> ব্ল্যাক প্যান্ট

>> হালকা ব্রাউন বা ট্যান রঙ

হালকা শার্ট ও গাঢ় প্যান্ট মানে রঙের ভারসাম্য। এটি একজন পুরুষকে ফ্রেশ এবং পরিপাটি দেখায়।

৫. গ্রে অন গ্রে – যদি ঠিকভাবে মিলান
ধূসর শার্ট ও ধূসর প্যান্ট পরা যায়, যদি এক রঙে দুই শেডে পরা হয়। যেমন -

>> লাইট গ্রে শার্ট আর চারকোল গ্রে ট্রাউজার

>> স্লেট গ্রে প্যান্ট সঙ্গে হালকা অ্যাশ কালার শার্ট

>> এই কম্বিনেশনের সঙ্গে ঘড়ি বা ব্রাউন লেদার বেল্ট ভালো লাগে।

একেবারে উজ্জ্বল রঙ যেমন কমলা, হলুদ বা সবুজ – এসব শার্ট অফিস বা মিটিংয়ের জন্য এড়িয়ে চলাই ভালো। তবে শীতের দিনে বা ক্যাজুয়াল ডিনারে পরা যায়।

স্যুট পরলে সব সময় চেষ্টা করুন শার্ট, টাই ও প্যান্ট যেন তিনটি রঙে ভিন্ন হয় কিন্তু সামগ্রিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। সিই সঙ্গে রঙ নির্বাচনের সময় আপনার ত্বকের রঙকেও বিবেচনায় নিন।

পুরুষদের অভিজাত লুকের মূল চাবিকাঠি রঙের সঠিক সমন্বয়। আপনার শার্ট-প্যান্ট বা শার্ট-স্যুটের রঙ যদি ঠিকভাবে মেলানো যায়, তবে ব্যয়বহুল ব্র্যান্ড ছাড়াও আপনি হয়ে উঠতে পারেন ‘স্টাইল আইকন’। আজ থেকেই আপনার পোশাক বাছাইয়ে রঙের মানচিত্রে মনোযোগ দিন – আপনাকে দেখাবে আরও বেশি আত্মবিশ্বাসী, মার্জিত ও অভিজাত।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP