আপনার প্রতিদিনের রুটিন এখানেই

By Md. Rakib Hasan

 

প্রত্যেক রবিবার যখন অফিস পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয় অনেকেই ভাবেন রাতে তাড়াতাড়ি ঘুমোতে গেলে সকালে ঠিক সময় উঠতে পারতাম। কিংবা ডাক্তারি বিধি-নিষেধ মেনে রেডমিট খাওয়া ছাড়তে পারেননি অনেকেই। পরিকল্পনা অনুযায়ী চলতে না পারা অবশ্যই অস্বস্তির কারণ। নিজেকে বদলাতে হলে চাই মনের জোর, একাগ্রতা।

কী করবেন?


নিশ্চিত করুন যে আপনি দিনে ৬-৮ ঘণ্টা ঘুমোচ্ছেন। রাতের পর্যাপ্ত ঘুম আপনাকে একটা ফুরফুরে দিন উপহার দিতে পারে। দিন শুরু করুন এক গ্লাস জল দিয়ে। সারাদিনে কমপক্ষে ২-৩ লিটার জল খান।

শরীর চর্চা করতে ভুলে গেলে হবে না। চেষ্টা করুন বাড়ির বাইরে গিয়ে সেটি করতে। রোদের আলো থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় তা আপনাকে সক্রিয় রাখবে সারাদিন। পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে। আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভাল থাকবে।
একটু কষ্ট হলেও ডায়েট থেকে চিনি বাদ দিন। ফাস্টফুড জাঙ্ক ফুডেও প্রচুর চিনি থাকে এগুলো শরীরকে প্রভাবিত করে ভীষণ রকম। পুষ্টিকর খাবার খান।

সারাদিনে এক ঘন্টা বই পড়ুন। আপনার পছন্দের যে কোন বই। পড়া শেষ হলে পছন্দের লাইনগুলো একটা ডাইরিতে লিখুন। মনে রাখবেন সব ধরনের অভিজ্ঞতায় আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।

Share:

Related News

BACK TO TOP