বিনোদন সর্বশেষ

৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে ‘বীরকন্যা প্রীতিলতা’

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।

এই সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। ২০২০-২০২১অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা প্রদীপ ঘোষ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পাঁচ সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ উপলক্ষে বুধবার (ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স্রে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আরও উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামানিক, প্রদীপ ঘোষসহ অনেকেই।

এ সম্পর্কে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, পাঁচটি সিনেপ্লেক্সে আপাতত সিনেমাটি মুক্তি পাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে সিনেমাটি। এ ছাড়া, সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক টিকিটে এটি দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *