সর্বশেষ সাহিত্য

বই মেলার শুরুতেই লেখক-পাঠকের মেলবন্ধন

শুরু হয়েছে অমর একুশে গ্রন্থ মেলা। এবারের মেলা শুরুর প্রথম দিন থেকেই লেখক-পাঠকের পদচারনায় মুখরিত মেলা প্রাঙ্গন।

নিজের নতুন বই পাঠকের হাতে তুলে দিয়েছেন লেখক। আর দর্শক-পাঠক স্টলে স্টলে ঘুরে দেখেছেন প্রিয় লেখকের বই। তবে মেলার প্রথম দিনে অনেক প্রকাশনী স্টল গুছিয়ে উঠতে পারেনি।

গতকাল বুধবার বিকেলে ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখার পর মেলার দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বইমেলার উদ্বোধনী মঞ্চে বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি বিশেষ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫ কবি, লেখক ও গবেষকের হাতে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ তুলে দেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় এবারের মেলা বসেছে। ৬০১টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তবে ক্রেতা-দর্শক রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না। ছুটির দিন (শুক্র ও শনিবার) মেলা শুরু হবে সকাল ১১টায়। মাসব্যাপী এই মেলার প্রতিপাদ্য- ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *