বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

১৩ হাজার টাকায় বাজেট কিলার মটোরলা জি২৪

Motorola কোম্পানি গ্লোবাল বাজারে তার নতুন Moto G24 স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোন G-Series এর আওতায় আনা হয়েছে। কম বাজেট ফোনের বিশেষ ফিচারের কথা বললে এটি Android 14 ওপারেটিমং সিস্টামে কাজ করবে। এছাড়া এতে 8GB RAM এবং MediaTek Helio G85 চিপসেট রয়েছে।

আসুন লেটেস্ট মোটো G24 ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G24 স্পেসিফিকেশন

মোটোর নতুন ফোনে 6.6 ইঞ্চি HD Plus ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য কোম্পানি এই ফোনে octa core MediaTek Helio G85 চিপসেট ইনস্টল করেছে।

স্টোরেজ হিসেবে ডিভাইসে 4GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে। এর সাথে 4GB ভার্চুয়াল RAM সাপোর্টও দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড দিয়ে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা ফিচারে, মোটো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া। এছাড়া, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।মোটো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

স্মার্টফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি এবং 33w টার্বো চার্জিং ফিচার দেওয়া।

মোটো G24 ফোনের দাম

দামের কথা বলেল, ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ সহ আনা হয়েছে। এর দাম ১৩৫০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *