কলেজ বার্তা বিদ্যালয় বার্তা সর্বশেষ

স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে প্রাথমিক বিদ্যালয়: প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জাতি স্মার্ট বাংলাদেশ গড়তে সংকল্পবদ্ধ। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ স্মার্ট নাগরিক। আর স্মার্ট নাগরিক তৈরির আঁতুড়ঘর হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিনি বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর অল্প কয়েকটি দেশ স্বাধীনতা অর্জন করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ ও উন্নত জাতি গঠন করতে হলে প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আধুনিক, বিজ্ঞানমনস্ক জাতি গঠনের ভিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরন্তর কাজ করে যাচ্ছে।

রোববার (১৭ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণশিক্ষা সচিব।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিক প্রমুখ।

অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *