বিদ্যালয় বার্তা

দাখিল পরীক্ষার জন্য কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের

২০২৪ সালের দাখিল পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট ‌কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রসচিব বরাবর পাঠাতে বলা হয়েছে৷

রোববার (১৭ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে সই করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মাদ মাহবুব হাসান৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সনের দাখিল পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র কমিটি নামে সর্বোচ্চ ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থী প্রেরণকারী মাদ্রাসা প্রধানদের মধ্য হতে কেন্দ্র কমিটির সদস্য হবেন। কেন্দ্র কমিটি গঠন করে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে কমিটির সদস্যগণের পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রসচিবের (অফিসিয়াল) মোবাইল নম্বরসহ পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট ই-মেইলে/ডাকযোগে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *