খেলাধুলা সর্বশেষ

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয় বাংলাদেশের

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে।

শনিবার (২ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এ জয় পায় বাংলাদেশ। ২৩ বছর আর ১৪০ টেস্টের পথচলায় বাংলাদেশের এটি ১৯তম জয়।

অধিনায়ক হিসেবে টেস্টে নাজমুল হোসেন শান্তর পথচলাও জয় দিয়েই শুরু হলো। ব্যাট হাতে সেঞ্চুরি করে ও মাঠের নেতৃত্বে নজর কেড়ে এই জয় রাঙিয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি ছাপ রেখেছেন তাইজুল ইসলাম! যার হাত ধরে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ, শেষ দিনে সেই তাইজুলই দলকে পার করালেন শেষের বৈতরণী। এদিন তিন উইকেটের দুটিই তার, আরেকটি উইকেটেও অবদান রয়েছে তার।

এর আগে, ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের হারিয়ে টেস্টের স্মরণীয় জয়টি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবার নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কীর্তি গড়েছিল। এবার ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *