বিনোদন

শরীর নিয়ে বাজে মন্তব্য করা সবচেয়ে বড় অপরাধ: আবির

চলতি বছর মুক্তি পাওয়া টলিউড সিনেমাগুলোর মধ্যে হাতে গোনা যে’কটি সাফল্য পেয়েছে, তার মধ্যে একটি ‘ফাটাফাটি’। অরিত্র মুখার্জি নির্মিত এই সিনেমা গত ১২ মে মুক্তি পেয়েছিল। দর্শকের চাহিদায় এখনও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও আবির চ্যাটার্জি। ছবির গল্পটার মূল বিষয়বস্তু হলো- স্থূলতা। বডি শেমিংয়ের বিরুদ্ধে সামাজিক বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এটি নির্মিত হয়েছে।

কিন্তু সিনেমা অঙ্গনে বরাবরই স্লিম ফিগারের দাপট। স্থূলতা যেন অভিশাপের মতো। এ কারণে ‘প্লাস সাইজের’ অভিনেত্রী খুব একটা দেখা যায় না। এর কারণ কী? বিষয়টি ব্যাখ্যা করলেন অভিনেতা আবির চ্যাটার্জি। তিনি বললেন, ‘খুব সচেতনভাবে একটা বিষয় বলতে হবে যে, আমরা আসলে সিনেমায় কখনও স্থূলতার প্রচার করিনি। যদি আপনার ওজন স্বাস্থ্যের জন্য কোনও জটিলতা তৈরি করে, তাহলে আপনাকে চিকিৎসক অথবা ফিটনেস বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করতে হবে। শুধু বেশি ওজন না, কম ওজন হওয়াও কিন্তু সমস্যা। কিন্তু আমাদের বুঝতে হবে যে, এটা বিচার করার অধিকার আমাদের নেই। কারণ প্রত্যেকের নিজস্ব সংগ্রাম আছে।’

কারও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য করা সবচেয়ে বড় অপরাধ বলেও মনে করেন আবির। তার ভাষ্য, ‘অভিনেতা হিসেবে আমরা সমালোচনা, নিন্দা সহ্য করতে শিখে গেছি। কিন্তু একজন সাধারণ মানুষ তো সেটা সহ্য করতে পারেন না। বিশেষ করে উঠতি শিল্পীরা, তাদের শরীর নিয়ে যদি অনবরত খোঁচানো হয় এবং বাজে মন্তব্য করা হয়, তাহলে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এমনকি তারা নিজেরাই নিজেদের ঘৃণা করতে শুরু করে। এটা মানুষের সবচেয়ে বড় অপরাধ। আমরা আমাদের সিনেমায় এটাই বোঝাতে চেয়েছি যে, আপনি যদি নিজেকে নিয়ে জীবন চালিয়ে নিতে পারেন, তাহলে অন্যদের কথায় কান দেবেন না। আর অন্যদের জন্য বলছি, নিজের চরকায় তেল দিন।’

ফাটাফাটি’ সিনেমার মাধ্যমে অনেকেই শারীরিক স্থূলতা নিয়ে কথা বলছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে বলে জানালেন আবির। ‘ব্যোমকেশ’ খ্যাত এ অভিনেতা বলেন, ‘আমি আশা করি না যে, এই ছবির মাধ্যমে রাতারাতি মানুষ বডি শেমিং, শরীর নিয়ে বাজে মন্তব্য বন্ধ করে দেবে। এটা কখনও হবে না। তবে আমরা বিষয়টা নিয়ে অন্তত কথা তো বলছি। এগুলো ছোট ছোট পদক্ষেপ। মানুষ এখন বিষয়টি নিয়ে কথা বলছে। আমি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মেসেজ পেয়েছি, তারা বলছেন, ছবিটা দেখার পর তারা আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

উল্লেখ্য, ‘ফাটাফাটি’তে আরও অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, অম্বরিশ ভট্টাচার্য, সোমা চক্রবর্তী প্রমুখ। এটি প্রযোজনা করেছে উইন্ডোজ প্রোডাকশন।

সূত্র: বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *