খেলাধুলা

বিপিএল শেষে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেবেন ওয়াহাব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছে সুসংবাদ পেয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। টুর্নামেন্টের মাঝেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

বিপিএল শেষ করে পাকিস্তানে উড়াল দেবেন রিয়াজ। সেখানে গিয়ে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেবেন এই পেসার। পাকিস্তানে গিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে দায়িত্ব পালন করবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগেই সেখানে শপথ নেবেন তিনি। মন্ত্রীর দায়িত্ব পেলেও আসন্ন পিএসএলে মাঠ মাতাবেন এই গতিতারকা। এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন রিয়াজ।

পাঞ্জাব প্রদেশের কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী মহসিন নাকভী ওয়াহাবের মন্ত্রীত্বের শপথ প্রসঙ্গে জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত রিয়াজ ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। আগামী তিন-চার মাসের মধ্যেই পাঞ্জাব প্রদেশে নির্বাচন হবে।

চলমান বিপিএল এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ। বলা যায় মাঠ ও মাঠের বাইরে সবদিকেই দারুণ সময় চলছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *