খেলাধুলা

অনিয়ম করায় শাস্তি পেলেন শান্ত

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছে নাজমুল হোসেন শান্ত। মোটামুটি ফর্মটা ভালোই যাচ্ছে তার। শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এমন পারফরম্যান্স করার পরেও তাকে শাস্তি পেতে হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙায় নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার।

এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়ে বিসিবি বলেছে, নাজমুল বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন। ২.২ অনুচ্ছেদের সেই ধারা অনুযায়ী ক্রিকেট সরঞ্জামাদি ভাঙার চেষ্টা বা এ ধরনের কোনো কাজ। নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি।

বিসিবি আরো বলেছে, ম্যাচ রেফারি দেবব্রত পলের আরোপ করা এই শাস্তি শান্ত মেনে নিয়েছেন। তাই কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে তিনি ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের বিপক্ষে ৬০ রান করে আউট হওয়ার পর মাঠের বাইরে এসে হেলমেট মাটিতে ছুড়ে মারেন শান্ত। এই ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের দেয়া ১৭৫ রান তাড়া করতে নেমে ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফীর দল। এ জয়ে ফরচুন বরিশালকে পেছনে ফেলে একদিন পর ফের টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে সিলেট। ৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৪। ৮ ম্যাচে বরিশালের পয়েন্ট ১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *