বিজ্ঞান ও প্রযুক্তি

প্রেসক্রিপশনের লেখা পড়া যাচ্ছে না, পড়ে দেবে গুগল

ডাক্তারের লেখা প্রেসক্রিপশন পড়ে বেশিরভাগ সময়ই কিছু বোঝার উপায় থাকে না। পাঠ উদ্ধার করতে হিমশিম খেতে হয় রোগীর আত্মীয়-স্বজন, এমনকি ওষুধ দোকানের কর্মচারীকেও।

চিকিৎসকদের লেখা প্রেসক্রিপশন পড়াই যায় না— এমন অভিযোগ পুরোনো। দশকের পর দশক ধরে চলা এই সমস্যাটি অনেক প্রযুক্তি কোম্পানি কাজ করছে। কিন্তু সফলতা মেলেনি। এবার ওই সব ‘দুর্বোধ্য লেখা’ অনুবাদের চেষ্টায় নেমেছে গুগল।

ভারতে আয়োজিত বার্ষিক সম্মেলনে সার্চ জায়ান্ট গুগল জানায়, ডাক্তারদের হাতের লেখা বুঝতে তারা ফার্মাসিস্টদের সঙ্গে কাজ করছে।

গুগলের এই নতুন ফিচারটির আত্মপ্রকাশ ঘটবে গুগল লেন্সে। এর মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ওই অ্যাপ ছবিটি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ওষুধের নাম শনাক্ত করবে। সম্মেলনে এর একটি নমুনাও দেখানো হয়েছে। তবে নতুন ফিচারটি কবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে তা নিয়ে এখনো কিছু জানায়নি এই প্রযুক্তি জায়ান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *