বিশ্ব বিদ্যালয় সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ভূমিধ্বস ও দুর্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভূমিধসজনিত দুর্যোগের ঝুঁকি প্রশমনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘ল্যান্ডস্লাইড ডিজাস্টার রিস্ক রিডাকশন এপ্রোচেস ইন বাংলাদেশ: স্পেশাল অ্যাটেনশন অন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল থেকে শুরু হওয়া এ কর্মশালা চলে বিকেল পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামামের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *