বিদেশ শিক্ষা স্কলারশিপ

গ্লোবাল কোরিয়া স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর , পিএইচডি এবং রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের  সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। গ্লোবাল কোরিয়া স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে।বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।

কে-পপের দেশ হিসেবে বর্তমানে তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত।

আবেদনের যোগ্যতা
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

প্রয়োজনীয় নথি 
* জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি।
* অ্যাপ্লিকেশন ফরম।
* মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও  মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র।
* একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট। ( যদি থাকে )।
* দুটো রেকমেন্ডেশন লেটার।
* সিভি।
* রিসার্চ প্রপোজাল।
* ইন্যান্সিয়াল স্টেটমেন্ট।
* স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন প্রক্রিয়া
গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* স্ব্যস্থবীমা প্রদান করবে।
* রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে।
* আবাসন ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেওয়া হবে।
* মাসিক ভাতা প্রদান করবে।
* রিসার্চ প্রোগ্রামের জন্য সহয়তা প্রদান করবে।
* বিনামূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ।

আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে  ক্লিক করুন https://www.studyinkorea.go.kr/ko/main.do?message 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *