খেলাধুলা

ক্যাপটাউনে শূন্য রানে ছয় উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড ভারতের

ক্যাপটাউনের কঠিন উইকেটে ভালো জুটি গড়েছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। তবে দলীয় ১৫৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রাহুল। আর পরের ১০ বলে ৫ উইকেট হারিয়ে যৌথভাবে লজ্জার রেকর্ডে নাম তুলেছে ভারত। এই সময়ে স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেনি ম্যান ইন ব্লুরা

অকস্মাৎ ৬ উইকেট হারিয়ে ফেললেও প্রথম ইনিংসে ১৫৩ রান তুলে ৯৮ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন কোহলি। ৫৯ বলের এই ইনিংসে ৬ চার ও এক ছক্কা হাঁকান তিনি।

ওপেনার রোহিত শর্মা ৩৯ ও শুভমান গিল করেন ৩৬ রান। এ ছাড়া রাহুলের ব্যাট থেকে এসেছে ৮ রান। বাকিদের কেউই রানের খাতা খুলতে পারেননি।

প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিদি।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অল-আউট হয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ধ্বংসযজ্ঞ চালান পেসার মোহাম্মদ সিরাজ। ৯ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ১৫ রান খরচায় ৬ উইকেট নেন এই পেসার। বাকি চারটি উইকেট নিজেদের মধ্যে সমান ভাগ করে নেন মুকেশ কুমার ও জাসপ্রিত বুমরাহ।

অন্যদিকে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন কাইল ভেরাইনে। এ ছাড়া বেডিংহাম করেন ১২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *