খেলাধুলা

ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতল সিটি

পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে শেষ পর্যন্ত এফএ কাপের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। এফএ কাপে এ নিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো সিটি।

শনিবার (৩ জুন) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দল। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক ইলকে গুন্ডোগান। আর ইউনাইটেডের পক্ষে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।
এদিন ম্যাচ শুরু হওয়ার মাত্র ১২ সেকেন্ডের মাথায় গোল করেন ম্যানসিটির ইলকে গুন্ডোগান। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় কম সময়ে গোল করার রেকর্ড গড়েন তিনি। জার্মান মিডফিল্ডারের করা ওই গোল প্রথমার্ধেই শোধ করে ম্যানইউ। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যানইউ-এর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটি। এবারও বল জালে পাঠান গুন্ডোগান। এরপর নির্ধারিত সময়ে জয় তুলে নেয় সিটিজেনরা
ফাইনালের আগে সিটির বিপক্ষে এফএ কাপে সবশেষ ৬ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছিল ইউনাইটেড। পরিসংখ্যান ইউনাইটেডের পক্ষে কথা বললেও শেষ পর্যন্ত সেটিকে ভুল প্রমাণ করলো পেপ গার্দিওয়ালার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *