বিনোদন

ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে রেকর্ড করলো বিজয়ের ‘লিও’

সেপ্টেম্বরে যখন শাহরুখ খানের ‘জাওয়ান’ মুক্তি পায়, তখন চারদিকেই প্রশংসা আর উৎসব। বক্স অফিসেও সেটার প্রভাব পড়ে। প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৯ কোটি রুপি কালেকশনের রেকর্ড গড়ে। ধারণা করা হয়, এটিই চলতি বছরের সর্বোচ্চ ওপেনিং পাওয়া ছবি থাকবে।

কিন্তু এক মাস যেতে না যেতেই সেই রেকর্ড ভেঙে দিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। তার নতুন সিনেমা ‘লিও’ প্রথম দিনেই ১৪০ কোটি ৫০ লাখ রুপি কালেকশন করেছে। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে লোকেশ কানাগারাজ নির্মিত ছবিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ‘লিও’ এখন চলতি বছরের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন করা ভারতীয় ছবি। শুধু ভারতেই ছবিটি প্রথম দিনে সংগ্রহ করেছে ৬৮ কোটি ৮০ লাখ কোটি রুপি। তবে দ্বিতীয় দিনে আয় প্রায় অর্ধেক কমে গেছে। শুক্রবার (২০ অক্টোবর) ভারতজুড়ে ছবিটির ৩৬ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। তবে মাত্র দুই দিনেই ছবিটি ডমেস্টিক বাজারে ১০০ কোটির ক্লাবে ঢুকে গেছে। সেটা নিঃসন্দেহে চমকপ্রদ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বলা প্রয়োজন, শাহরুখ খানের ‘জাওয়ান’ এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় সাড়ে ১১শ কোটি রুপি কালেকশন করেছে। সেই রেকর্ড ভাঙতে হলে বিজয়ের ছবিটির আয়ের ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

মুক্তির পর ‘লিও’ অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। অনেক বিশ্লেষকের মতে, ছবিটি দর্শকপ্রিয়তা পাচ্ছে মূলত থালাপতি বিজয়ের জনপ্রিয়তার প্রভাবে। গল্প-চিত্রনাট্যে এটি লোকেশের ‘কাইথি’ কিংবা ‘বিক্রম’র মানকে ছুঁতে পারেনি বলেও মনে করছেন কেউ কেউ।

প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি ব্যয় হয়েছে ‘লিও’র পেছনে। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন, তৃষা কৃষ্ণানের মতো তারকারা। ছবির সংগীত পরিচালনা করেছেন হালের হিট-মেশিন অনিরুদ্ধ রবিচন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *