খেলাধুলা

এশিয়াম গেমসের জন্য বাফুফের ২২ সদস্যের দল ঘোষনা

জাতীয় ফুটবল দল ভেঙেছে ১৪ বছরের জট। লম্বা সময় পর খেলার যোগ্যতা অর্জন করেছিল সদ্য শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে। কুয়েতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে গেলেও টুর্নামেন্টে পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছে দল।

বড়দের সফলতার অনুপ্রেরণা নিয়ে এবারে অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টের জন্য মঙ্গলবার (১৮ জুলাই) ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আসন্ন এই আসরের জন্য ঘোষণাকৃত দলে জায়গা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকো, অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন ও ডিফেন্ডার তারিক কাজীর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ-সংক্রান্ত জটিলতায় খেলা হচ্ছে না এই তিন ফুটবলারের।

অধিনায়ক জামাল ভূঁইয়ার দলে জায়গা করে নিয়েছেন মুরাদ হোসেন, মিতুল মারমাসহ বেশকিছু নতুন মুখ।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৩ আগস্ট থেকে শুরু হবে দলে ডাক পাওয়া ফুটবলারদের আবাসিক ক্যাম্প।

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর চীনের হাংজুতে বসবে এশিয়ান গেমসের ১৯তম আসর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *