বিশ্ব বিদ্যালয় সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

আজ থেকে শুরু জাবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটে চার শিফটের মধ্য দিয়ে ৪র্থ দিনের পরীক্ষা শেষ হবে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে লড়াই করবে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন।

চতুর্থ দিনে অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা ৩১০টি। আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৬৪ জন। সেই হিসেবে ‘ডি’ ইউনিটে প্রতি আসনে লড়াই করছে ২৪৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নুহু আলম বলেন, ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। উপস্থিতির হার এখনও জানা যায় নি। তবে উপস্থিতির পরিমান ভালো। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বুধবার (২১ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) দুদিনে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *