বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠিত হচ্ছে রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। ইউনিটটির ৫৬০টি আসনের বিপরীতে তিন শিফটে মোট আবেদন করেছেন ৩০ হাজার ৬৭৪ জন ভর্তিচ্ছু। এতে আসনপ্রতি লড়ছেন ৫৭ জন শিক্ষার্থী।

বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১০টায়। বেলা ১১টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় শিফটের পরীক্ষা। শেষ হবে দুপুর ১২ টায়। তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হয়ে শেষ হবে ২টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের এবং মঙ্গলবার কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *