বিশ্ব বিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

৩০ জুলাই অনুষ্ঠিত হবে মানারাত ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে অনুষ্ঠেয় এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তনে দুই হাজরেরও বেশি গ্র্যাজুয়েট সনদ গ্রহণ করবেন।

এ উপলক্ষ্যে সকল গ্রাজুয়েটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমিরেটাস ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এবারের সমাবর্তনে তিনটি বিভাগে মোট ২০ জন গ্রাজুয়েটকে পদক দেওয়া হবে। এদের মধ্যে পাঁচজন পাচ্ছেন চ্যান্সেলরস গোল্ড মেডেল, তিনজন চেয়ারম্যানস গোল্ড মেডেল, তিনজন ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং বিভিন্ন বিভাগ থেকে নয়জন পাচ্ছেন ডিনস গোল্ড মেডেল।

মূল অনুষ্ঠান শুরুর আগে দুপুর আড়াইটার মধ্যে নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটদের নির্ধারিত আসন গ্রহণ করতে বলা হয়েছে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করবেন বাউল শিল্পী ভজন ক্ষ্যাপা ও বিজয় ব্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *