খেলাধুলা

‘নো-বলের’ হ্যাটট্রিক করলেন ভারতীয় পেসার আর্শদীপ

পুনেতে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরেই এক বিব্রতকর হ্যাটট্রিক গড়লেন ভারতীয় বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংহ। টানা তিন বলে তিনটি নো বল দিয়ে গড়েছেন নো বলের হ্যাটট্রিক। আর এই ম্যাচে ১৬ রানে হেরেছে স্বাগতিক ভারত।

প্রথম ওভারেই নো বলের হ্যাটট্রিকে আর্শদীপ রেকর্ড গড়েছেন। ভারতের আর কোনো বোলারেরই এমন রেকর্ড নেই। শুধু তাই নয় নিজের পরের ওভারে আরও ২টি বো বল দেন। মোট ৫টি নো বল দিয়ে এখানেও শীর্ষে আর্শদীপ। যদিও এর আগে সর্বোচ্চ ৪টি নো বলও ছিল আর্শদীপের দখলে।

এই ম্যাচে ২ ওভারে ৩৭ রান দেন আর্শদীপ। ১টি করে নো বল দেন দুই পেসার উমরান মালিক-শিভম মাভি। এই তিন জনে ১০ ওভারে দেন ১৩৮ রান। আর চাহাল-অক্ষররা বাকি ১০ ওভারে দেন ৬৮ রান।

আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৬ রান করে। ২০ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন লঙ্কান অধিনায়ক শানাকা। ভারত রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে। ভারতের হয়ে অক্ষর প্যাটেলও ২০ বলে হাফ সেঞ্চুরি করেন। তবে ম্যাচ জেতাতে পারেননি। এ ছাড়া ফিফটি করেন সূর্যকুমার যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *