খেলাধুলা

বিপিএলে তিন হাজার রানের ক্লাবে তামিম

প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন বাঁহাতি এই ওপেনার।

এদিন ৩ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৩৫ রান দূরে ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক। এরপর খুলনার বিপক্ষে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের ১২তম ওভারে নাসুমের বলে সিঙ্গেল নিয়ে এই রেকর্ডে নাম তুলেন তিনি।

এই মাইলফলকে নাম লেখাতে ৯০ ইনিংস খেলেছেন তামিম। ৩৮ দশমিক ৩ গড় এবং ১২২ দশমিক ৮ স্ট্রাইক রেটে ৯০ ইনিংসে তামিমের মোট রান ৩ হাজার ৫।

তামিমের আরেক সতীর্থ মুশফিকুর রহিমও তিন হাজারের প্রায় কাছাকাছি রয়েছেন। তামিমের পাশে নাম লেখাতে মুশির আর ২৪ রান প্রয়োজন। বিপিএলে ১১৩ ইনিংসে ৩৮ দশমিক ১৫ গড়ে মুশফিকের রান ২ হাজার ৯৭৬।

তামিম-মুশির পর আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যোজন-যোজন পিছিয়ে থাকা মিস্টার সাইলেন্ট-কিলারের রান ২ হাজার ৩২৯। এ ছাড়া ২ হাজার ২৫৪ রানে চারে ইমরুল কায়েস এবং ২ হাজার ১৬০ রানে তালিকার পাঁচে আছেন এনামুল হক বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *