Legend International School: যেখানে শিক্ষা মানে ভবিষ্যতের জন্য প্রস্তুতি

August 07, 2025
By Hasan

ঢাকার লালমাটিয়ায় অবস্থিত Legend International School এখন শুধু একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি একটি পরিপূর্ণ শিক্ষার প্ল্যাটফর্ম, যেখানে একাডেমিক দক্ষতা, নৈতিকতা, বাস্তবজ্ঞান ও বৈশ্বিক প্রস্তুতির সম্মিলন ঘটেছে। প্রতিষ্ঠানটির দৃষ্টিভঙ্গি এক কথায় স্পষ্ট: শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা আত্মবিশ্বাসী, চিন্তাশীল এবং নেতৃত্ব দিতে সক্ষম একজন গ্লোবাল সিটিজেন হয়ে ওঠে।

এই দর্শনকে বাস্তবে রূপ দিয়েছেন ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, দেশের প্রখ্যাত ক্যামব্রিজ ফিজিক্স শিক্ষক এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সেক্রেটারি জেনারেল, যিনি বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শিক্ষার প্রতি তার একাগ্রতা Legend International School-এর দৃষ্টিভঙ্গিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।

তিনি বলেন,

“আমাদের কাছে প্রতিটি শিক্ষার্থী একটি সম্ভাবনা। আমরা শুধু ভালো নম্বরের পেছনে ছুটতে বলি না, বরং চিন্তা করতে শেখাই, প্রশ্ন করতে শেখাই। কোনো ভুল দেখলে আমরা তাৎক্ষণিকভাবে তা শুধরে দিই। শিক্ষার প্রকৃত সৌন্দর্য এখানেই।”

তার সঙ্গে কাজ করছেন মোঃ শাহরিয়ার পারভেজ, যিনি একজন অভিজ্ঞ ক্যামব্রিজ কেমিস্ট্রি শিক্ষক এবং বর্তমানে ডিরেক্টর ও হেড অব একাডেমি হিসেবে প্রতিষ্ঠানটির একাডেমিক নেতৃত্বে আছেন।

তিনি বলেন,

“বেশিরভাগ শিক্ষার্থী কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আমাদের এখানে শিক্ষকরা এমনভাবে ক্লাস পরিচালনা করেন, যেখানে শিক্ষার্থীরা আলাদা কোচিং ছাড়াই পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়।”

কেন Legend International School আলাদা

Legend International School-এ রয়েছে এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য নয়, বরং বাস্তব জীবনের জন্যও প্রস্তুত হয়। এখানে রয়েছে কোচিং ছাড়াই পূর্ণ প্রস্তুতির ব্যবস্থা, যেখানে দক্ষ শিক্ষকরা ক্লাসেই প্রশ্নপত্রভিত্তিক শেখানো সম্পন্ন করেন।

শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানেই বসে O এবং A লেভেলের থিওরি ও ল্যাব পরীক্ষা দিতে পারে। প্রতিটি শ্রেণি বয়স অনুযায়ী বিন্যস্ত হওয়ায় মানসিক বিকাশের সঠিক পরিবেশ নিশ্চিত হয়। বছরে ১০ থেকে ১২টি টপিক্যাল এবং পূর্ণাঙ্গ মক টেস্টের মাধ্যমে পরীক্ষাভীতি দূর করা হয় এবং আত্মবিশ্বাস গড়ে তোলা হয়।

বিজ্ঞান শিক্ষার জন্য রয়েছে আধুনিক ল্যাব সুবিধা এবং হাতে-কলমে শেখার উপযুক্ত পরিবেশ। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও রয়েছে পূর্ণ মনোযোগ। শিক্ষার্থীরা এখানে হিফজুল কোরআন, আরবি ভাষা ও ইসলামিক মূল্যবোধ সম্পর্কে শেখে, যা তাদের নৈতিক উন্নয়নে সাহায্য করে।

এই স্কুলে ইংরেজির পাশাপাশি শেখানো হয় ফ্রেঞ্চ, কোরিয়ান, জার্মানসহ সাত থেকে আটটি ভাষা। SAT এবং IELTS-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরীক্ষাগুলো এখানে বিষয় হিসেবেই শেখানো হয়, যা শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ ছাড়াই প্রস্তুতির সুযোগ দেয়।

সহশিক্ষা কার্যক্রমে স্কুলটি অত্যন্ত সমৃদ্ধ। বিতর্ক, বিজ্ঞান ক্লাব, পরিবেশ ক্লাব, লিডারশিপ প্রোগ্রামের পাশাপাশি রয়েছে মাসিক আন্তর্জাতিক দাবা রেটিং টুর্নামেন্ট এবং ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ। প্রতিটি শিক্ষার্থী যেন ভারসাম্যপূর্ণ, সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন হয়ে ওঠে, সে লক্ষ্যে তৈরি করা হয়েছে একটি নিরাপদ, মনিটরড এবং বন্ধুসুলভ পরিবেশ।

ব্যবহারিক শেখা, হাতে-কলমে প্রয়োগ

Legend International School বিশ্বাস করে, সত্যিকারের শিক্ষা তখনই ঘটে যখন একজন শিক্ষার্থী জ্ঞানকে প্রয়োগ করতে শেখে। তাই এখানে রয়েছে হ্যান্ডস-অন লেখালেখি, রিসার্চ প্রজেক্ট, প্রেজেন্টেশন, এবং বাস্তব ভিত্তিক কর্মকাণ্ড। এর মাধ্যমে শিক্ষার্থীরা হয়ে ওঠে আত্মবিশ্বাসী, বিশ্লেষণধর্মী ও সমস্যার সমাধানে দক্ষ।

যেসব অভিভাবক চান তাদের সন্তান একজন নৈতিক, দক্ষ ও আন্তর্জাতিক মানের ভবিষ্যৎ নেতা হয়ে উঠুক, তাদের জন্য Legend International School হতে পারে সবচেয়ে সঠিক পছন্দ। প্রিন্সিপাল ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ এবং ডিরেক্টর মোঃ শাহরিয়ার পারভেজ-এর দূরদর্শী নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি তৈরি করছে এমন একটি প্রজন্ম, যারা একদিন বিশ্ব মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেবে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP