iphone 17 হবে সবচেয়ে পাতলা ও গুডলুকিং

By Sub Editor

সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭। তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এয়ার মডেলটি সম্ভবত সবচেয়ে পাতলা আইফোন, এই বছর আইফোন ১৬ প্লাসকে প্রতিস্থাপন করবে বলে জানা গেছে । আসন্ন আইফোন ১৭ এয়ারের প্রত্যাশা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি ক্ষমতা, ওজন নিয়েও নানান তথ্য ফাঁস হয়েছে।

সাধারণত ‘এয়ার’ ব্র্যান্ডে ম্যাকবুক বিক্রি করে অ্যাপল। ২০০৮ সালে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে ম্যাকবুক এয়ার লঞ্চ হয়েছিল। এটাই ‘এয়ার’ ব্র্যান্ডের প্রথম অ্যাপল ডিভাইস। এবার সেই সিরিজেই স্মার্টফোনের আকারে আসছে আইফোন ১৭ এয়ার।

এবার নতুন মডেলে ক্ষমতা বাড়ানোর জন্য অ্যাপল উচ্চ-ঘনত্বের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করবে। আইফোন ১৭ এয়ার স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজের চেয়ে পাতলা বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, অ্যাপলের ইতিহাসে আইফোন ১৭ এয়ারই হতে চলেছে সবচেয়ে পাতলা আইফোন। সাধারণ আইফোনের মডেলগুলোর তুলনায় অন্তত ২ মিমি পাতলা হবে। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি অ্যাপল।

অনুমান করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার ৫.৫ মিমি পুরু হবে। এখন পর্যন্ত আইফোন ৬ ছিল সবচেয়ে পাতলা আইফোন। এটা তার চেয়েও পাতলা হতে চলেছে।

প্রযুক্তি সাইট টিপস্টারের দাবি আইফোন ১৭ এয়ারে ২,৮০০এমএএইচ ব্যাটারি থাকবে। এই ব্যাটারি বর্তমান প্রজন্মের মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট। আইফোন ১৭ এয়ার ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ২,৮০০ এমএএইচ সেল আকারের উচ্চ-ঘনত্বের ব্যাটারি সেল ব্যবহার করতে পারে। এই সেলগুলো সম্ভাব্যভাবে প্রকৃত ব্যাটারির ক্ষমতা ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করতে পারে।

আইফোন ১৭ এয়ারের পাতলা বিল্ডের জন্যই মূলত ছোট ব্যাটারির জন্য দায়ী। ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য অ্যাপল এই পাতলা ফোনে সিলিকন-অ্যানোড ব্যাটারি ব্যবহার করবে বলে গুজব রয়েছে। কুপারটিনো-ভিত্তিক এই কোম্পানিটি এই সমস্যা সমাধানের জন্য একটি ফোন কেসের মতো আনুষঙ্গিক জিনিসপত্রও আনবে বলে আশা করা হচ্ছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP