মৌসুম শুরুর প্রথম ম্যাচে মায়োর্কাকে কোনো পাত্তাই দেয়নি বার্সেলোনা। জয়ও তুলে নিয়েছে ৩-০ ব্যবধানে। কিন্তু এমন জয়ের পরও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে খুশি নন কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বরং ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (১৬ আগস্ট) লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে বল দখল, আক্রমণ, গোল; সব জায়গাতেই আধিপত্য করে খেলেছে বার্সা। ম্যাচ শুরুর ২৩তম মিনিটের মধ্যেই রাফিনিয়া ও ফেররান তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। কিন্তু এরপর যেন একটু ঢিলেমি ভাব চলে আসে খেলোয়াড়দের মধ্যে।
৩৩ ও ৩৯তম মিনিটে দুটি লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা। প্রতিপক্ষকে দুর্বল পেলেও পরের ৫৫ মিনিটে আর গোল বের করতে পারেনি বার্সেলোনা। শেষ দিকে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন লামিনে ইয়ামাল। ৩-০ ব্যবধানে জয়ের পরও কোচ তাই অসন্তুষ্ট খেলোয়াড়দের নিবেদন নিয়ে।
হ্যান্সি ফ্লিক বলেন, ‘ম্যাচটি আমার ভালো লাগেনি। তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি। তবে আমাদের খেলা আমার ভালো লাগেনি। আমরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর মায়োর্কা দুটি লাল কার্ড পেল, এরপর আমার মনে হয় আমাদের দল স্রেফ ৫০ শতাংশ দিয়ে খেলেছে। এটা আমি পছন্দ করিনি। আরও ভালো করতে পারি আমরা।’
খেলোয়াড়দের ঢিলেমি ভাব যে ভালো লাগেনি, সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন জার্মান কোচ। আরও গোলের সুযোগ হাতছাড়া করায় ক্ষোভ প্রকাশ পেয়েছে তার কণ্ঠে। শিষ্যদের সঙ্গে এ নিয়ে কথা বললেন বলেও জানান তিনি।
ফ্লিক বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের তাড়নায় অনেক ঘাটতি ছিল এবং এটা অগ্রহণযোগ্য। ছেলেদের সঙ্গে কথা বলতে হবে আমার। ওদের আয়েশি হতে দেখে আমার ভালো লাগেনি। বলের নিয়ন্ত্রণ আমাদের ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। আরও গোল করতে হতো। ৯ জনের দলের বিপক্ষে ৫০-৬০ শতাংশ দিয়ে খেলাটা মেনে নেয়ার মতো নয়। আরও গতিময় হতে হবে আমাদের, কিছু জায়গায় উন্নতি করতে হবে।’