১৫ বছর পর আসছে 'দুই পৃথিবী' সিক্যুয়েল, কী বলছেন জিৎ-দেব

November 03, 2025
By Sub Editor

টালিউডের দুই সুপারস্টার জিৎ এবং দেব। একসঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন হিট সিনেমা 'দুই পৃথিবী'। দীর্ঘ ১৫ বছর পর হিট এ সিনেমার সিক্যুয়াল দেখতে আগ্রহী ভক্তরা।

সম্প্রতি কলকাতার বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়েছিলেন টালিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ। সম্মিলনীতে সাদা ও কালো পাঞ্জাবিতে ধরা দেন সুদর্শন জিৎ। অন্যদিকে সাদা ফুলস্লিভ টিশার্টে ক্যাজুয়াল লুকে দেখা যায় দেবকে।


দুই নায়ককে একসঙ্গে পেয়ে 'দুই পৃথিবী'র সিক্যুয়াল সম্পর্কে জানতে চান সংবাদকর্মীরা। এমন প্রশ্ন প্রযোজকের কাছে যাওয়া উচিত বলে প্রথমে সাফ জানিয়ে দেন জিৎ। এরপর বলেন,
প্রযোজকরা যদি চায় ‘দুই পৃথিবী’র সিক্যুয়াল আসবে। পুরো সিনেমার আইডিয়াতা তাদের কাছেই আছে।
এ প্রসঙ্গে দেব বলেন,

 

সঠিক চিত্রনাট্য পেলে ইন্ডাস্ট্রির স্বার্থে আবারও একসঙ্গে কাজ করতে আগ্রহী আমরা। তবে সিক্যুয়াল হবে কিনা তা নির্ভর করছে প্রযোজকদের ওপর।

 
এই মুহূর্তে টালিউডে 'রঘু ডাকাত' দিয়ে দর্শক মাতাচ্ছেন দেব। তার পরবর্তী মিশন 'প্রজাপতি ২'। অন্যদিকে জিৎ ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’র মুক্তি নিয়ে।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP