১০ হাজার টাকায় বাজেট সেরা রেডমি ফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

৫জি ফোনের দাম ১০ হাজার টাকারও কম ! নজরকাড়া ডিজাইন, আকর্ষণীয় ফিচার নিয়ে ভারতে হাজির রেডমি ১৩সি।

একই দিনে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১৩সি এবং রেডমি ১৩সি ৫জি- এই দুই ফোন। রেডমির নতুন ফোন ভারতে লঞ্চ হয়েছে। এবার লঞ্চ হয়েছে রেডমি ১৩সি মডেলের ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্ট। এই ৫জি ফোনে রয়েছে একটি প্রিমিয়াম ডিজাইন।

৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে রেডমি ১৩সি ৫জি ফোনে। তার সঙ্গে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। এই ফোনের সঙ্গে লাভা ব্লেজ প্রো ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফোনের জোরদার প্রতিযোগিতা হবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।

বাজেট সেগমেন্টের এই ৫জি মডেলে প্রিমিয়াম ডিজাইন ছাড়াও থাকছে একগুচ্ছ নজরকাড়া ফিচারের সাপোর্ট। ৪জি মডেলের দাম শুরু হচ্ছে ৭৯৯৯ টাকা থেকে এবং ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ৯৯৯৯ টাকা থেকে।

রেডমি ১৩সি এবং রেডমি ১৩সি ৫জি ফোনের দাম : রেডমি ১৩সি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা।

রেডমি ১৩সি ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা।

রেডমি ১৩সি ফোন কেনা যাবে আগামী ১২ ডিসেম্বর থেকে। অন্যদিকে রেডমি ১৩সি ৫জি ফোন কেনা যাবে ১৬ ডিসেম্বর থেকে। Mi.com, Xiaomi Retail এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের ক্রেতারা ফোন কিনলে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাবেন।

রেডমি ১৩সি ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন : এই ফোনে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এবং তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন। রেডমির এই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে আর একটি সেকেন্ডারি সেনসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের বাক্সে থাকছে ১০ ওয়াটের চার্জার।

রেডমি ১৩সি ৫জি ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, Wi-Fi ac, Bluetooth 5.3 এইসব সাপোর্ট রয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP