হিরো আলমকে তালাক দিলেন রিয়ামনি

August 13, 2025
By Sub Editor

কিছুদিন আগে রিয়ামনি কক্সবাজার গিয়ে সময় কাটিয়েছেন তার প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে এমনটি অভিযোগ করেন হিরো আলম। এরপর থেকেই তাদের সম্পর্ক আবারও খারাপ হয়ে যায়।


আর এ ঘটনার পর হিরো আলমকে তালাক দিয়েছেন রিয়ামনি। গত কদিন ধরে এমনটাই দাবি করে আসছিলেন রিয়ামনি। তবে এই তালাকের বিষয়টি অস্বীকার করছিলেন আলম। তাই তালাকের প্রমাণ দিতে সংবাদমাধ্যমে তালাকের নোটিশের ছবি পাঠিয়েছেন রিয়ামনি।

গতকাল দেশের এক সংবাদমাধ্যমকে পাঠানো ওই নোটিশে দেখা যায়, চলতি মাসের সাত তারিখে দুটি কারণ দেখিয়ে স্বামী আশরাফুল হোসেন আলমকে সরকারিভাবে তালাকের নোটিশ পাঠিয়েছেন রিয়ামনি।
আশরাফুল হোসেন আলমের নামে পাঠানো তালাকের নোটিশে লেখা হয়েছে দুই কারণ। এক, একাধিক বিয়ে ও দুই, বনিবনা না হওয়া। তালাক প্রসঙ্গে রিয়ামনি বলেন, ‘তালাকের কাগজটি আমি তাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। আইনিভাবে সবকিছু সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।’

তালাকের ঘটনা অস্বীকার করে হিরো আলম বলেন, ‘রিয়ামনি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি ম্যাক্স অভি এবং রিয়া মনির নামে মামলা করব। আমার স্ত্রী হয়ে সে অনৈতিক সম্পর্ক করেছে অভির সঙ্গে, আমি তাদের হাতে-নাতে ধরেছি।’
এদিকে, রিয়া মনির তালাকের ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন হিরো আলম।

এমনকী আত্মহননের সিদ্ধান্তও নেন। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে হিরো আলম জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP