হানিয়া আমিরের নতুন লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

August 31, 2025
By Sub Editor

পাকিস্তানের টিভিনাটক ও চলচ্চিত্রে অভিনয় করে কোটি ভক্তের প্রিয় হয়ে ওঠা হানিয়া আমির সম্প্রতি ‘সর্দারজি থ্রি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে সেই সিনেমাটি। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার ব্যাপক উপস্থিতি। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি ৮০ লাখেরও বেশি।

হানিয়া আমির নিজের ক্যারিয়ারে একের পর এক সাফল্য ভরিয়ে দিচ্ছেন। সদ্যই আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় স্থান অর্জন করে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন এ ললিউড তারকা। এমন আবহে হানিয়াকে নিয়ে নেটিজেনদের যেমন প্রশংসা রয়েছে, তেমনি রয়েছে তার প্রতি মুগ্ধতাও। সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবির লুক ভিন্নমাত্রা যোগ করেছে।

দেখা গেছে, তার পোস্ট করা ইনস্টাগ্রামে কয়েকটি ছবিতে নিজেকে এক অনন্য গ্ল্যামারাস রূপে ধরা দিয়েছেন হানিয়া আমির। ঝলমলে গাঢ় মেরুণ শেডের লং গাউন পরে তিনি হাজির হয়েছেন আইএমডিবির মঞ্চে।

কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট, যা তার সাজে এনেছে বাড়তি আভিজাত্যের প্রতীক। চুলের স্টাইলেও রয়েছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল আর উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে ভক্তদের মন জয় করে নিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এ ছবিগুলো প্রকাশের পরই মুহূর্তেই ঝড় তোলে নেটিজেনদের মাঝে। ইতোমধ্যে পোস্টটিতে লাখেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। নেটিজেনরাও মন্তব্যের ঘরে ভালোবাসা ঢেলে দিয়েছেন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP