হানিমুনের ছবি শেয়ার করে কটাক্ষের শিকার কাঞ্চন-শ্রীময়ী

August 06, 2025
By Sub Editor

কাদা ছোড়াছুড়ির পর গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্র্রীময়ী চট্টরাজ। বিয়ের প্রায় ৬ মাস পর ২৬ বছরের ছোট স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যান কাঞ্চন। মধুচন্দ্রিমায় তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন শ্রীময়ী। এ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন এই দম্পতি।  

 

 ছবিতে দেখা যায়, সৈকতে স্ত্রী শ্রীময়ীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক। তার পরনে শর্টস, গায়ে টি-শার্ট। অন্যদিকে খোলামেলা পোশাকে শ্রীময়ী। এ ছবির ক্যাপশনে লাল রঙের দুটো হার্ট ইমোজি দিয়েছেন অভিনেত্রী। 

ছবিটির কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকে কাঞ্চন-শ্রীময়ীর প্রশংসা করছেন। অনেকে আক্রমণ করে মন্তব্য করছেন। জুনায়েদ নামে একজন লেখেন, “কাঞ্চনকে দেখতে কার্টুনের মতন লাগে।” সাবরিনা লেখেন, “একটা কার্টুন আরেকটার… যাচ্ছে, ভালো মিলছে দুজন।” শুভঙ্কর রায় লেখেন, “মাননীয় বিধায়ক মহাশয় থেকে আমরা‌ কি শিক্ষা পেলাম?” 

এসব মন্তব্য দৃষ্টি এড়ায়নি শ্রীময়ীর। শুভঙ্করের মন্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ অভিনেত্রী লেখেন, “আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনো শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনো শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনো শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাকে ‘হট’ বলতে হবে না।” 

 

 

পরে বেশ কজন নেটিজেন শ্রীময়ীর সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন। অনেকে পরামর্শ দিয়েছেন—“এসব মন্তব্য এড়িয়ে চলুন।” 

 

 

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত বছরের ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। 

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৫ বছর বয়সি কাঞ্চন। গত বছরের ১৪ ফেব্রুয়ারি ২৮ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন। 

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়ে। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথা বলেন শ্রীময়ী।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP