স্নাতক পাস ছাড়া দায়িত্বে নয় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে

September 02, 2025
By Sub Editor

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও। সোমবার (১ সেপ্টেম্বর) এ গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।

নতুন এ প্রবিধানমালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে।

কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবেন। এতে সদস্যসচিব হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

কমিটির সদস্যদের কার কী যোগ্যতা লাগবে

সাধারণ শিক্ষক প্রতিনিধি
উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষকের মধ্য থেকে সকল শিক্ষকের ভোটে নির্বাচিত দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নিতে হবে। তবে শর্ত থাকে যে, উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকলে, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্য থেকে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য থেকে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন: আরও শর্ত থাকে যে, উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে, প্রাথমিক স্তরের শিক্ষকদের মধ্য থেকেও তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন এবং এক্ষেত্রে মোট সাধারণ শিক্ষক প্রতিনিধির সংখ্যা দুইজনের পরিবর্তে তিনজন হবে।

সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি
উচ্চমাধ্যমিক স্তরে, নারী শিক্ষক থাকা সাপেক্ষে, কেবল নারী শিক্ষকদের মধ্য হতে সকল শিক্ষকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি। তবে শর্ত থাকে যে, উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক বা, ক্ষেত্রমত মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে, ওই নারী শিক্ষক প্রতিনিধি সংযুক্ত সকল স্তরের নারী শিক্ষকদের মধ্য থেকে সকল স্তরের শিক্ষকদের ভোটে নির্বাচিত হবেন।

সাধারণ অভিভাবক প্রতিনিধি
উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি: তবে শর্ত থাকে যে, উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকলে, উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন।

আরও শর্ত থাকে যে, উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে, উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি, মাধ্যমিক স্তরের নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে একজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন, এবং এ ক্ষেত্রে নির্বাচিত মোট সাধারণ অভিভাবক প্রতিনিধির সংখ্যা চারজনের পরিবর্তে পাঁচজন হবে।

সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি
উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নারী অভিভাবকদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি: তবে শর্ত থাকে যে, উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক বা, ক্ষেত্রমত, মাধ্যমিক ও প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে, ওই নারী অভিভাবক প্রতিনিধি, সকল স্তরের শিক্ষার্থীর নারী অভিভাবকদের মধ্য থেকে সকল স্তরের শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে নির্বাচিত হবেন।

প্রতিষ্ঠাতা প্রতিনিধি
উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তবে একাধিক প্রতিষ্ঠাতা থাকলে তাদের মধ্য থেকে তাদের ভোটে নির্বাচিত একজন প্রতিষ্ঠাতা প্রতিনিধি।

দাতা প্রতিনিধি
উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা, তবে একাধিক দাতা থাকলে তাদের মধ্য থেকে তাদের ভোটে নির্বাচিত একজন দাতা প্রতিনিধি।

বিদ্যোৎসাহী সদস্য
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত স্থানীয় একজন বিদ্যোৎসাহী ব্যক্তি।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP