সে চাইলেই কাজটা সেরে ফেলব : মাহিয়া মাহি

August 17, 2025
By Sub Editor

নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নাটক ‘বকুল ফুল’, যা বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

মাহির অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। মাহিও নিজের ব্যক্তিগত কিছু রাখঢাখ রাখেন না। সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না।

মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

সম্প্রতি এক সাক্ষাকৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘আমি স্বচ্ছতা পছন্দ করি।

আমার মনে হয়, সম্পর্কের ব্যাপারে যদি খোলামেলা থাকি, অন্য কোনো মানুষ আমাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ পাবে না। যারা বেশির ভাগ সময় আমার চারপাশে ঘুরঘুর করে, সুযোগ নিতে চায়- এটা তাদের উদ্দেশে বলছি। তারা জানুক আমারও একজন আছে। সম্পর্কের বিষয়ে খোলামেলা থাকার এটাই একটা প্রধান কারণ।’

বিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন- তার প্রেমিক চাইলেই শুভ কাজটা সেরে ফেলবেন।

অভিনেত্রীর কথায়, ‘আশা করছি, আমাদের বিয়েটা হবে। আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি বছর তিনেকের মধ্যে বিয়ে করার। কারণ, সে একটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই একটু সময় নেওয়া দরকার। আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক।’

সম্প্রতি মাহির দুটি ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।

বিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন- তার প্রেমিক চাইলেই শুভ কাজটা সেরে ফেলবেন।

অভিনেত্রীর কথায়, ‘আশা করছি, আমাদের বিয়েটা হবে। আমার প্রেমিক এখন স্ট্যাবল, যখন সে চাইবে তখন বিয়ে করব। আমরা এরই মধ্যে পরিকল্পনা করেছি বছর তিনেকের মধ্যে বিয়ে করার। কারণ, সে একটা নতুন ব্যবসা শুরু করেছে, তাই একটু সময় নেওয়া দরকার। আসলে সবাই চায় যে তার প্রিয় নারী ভালো থাকুক।’

সম্প্রতি মাহির দুটি ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।

তবে ছবিগুলো ঘিরে তৈরি হয় বিতর্ক। কেউ কেউ অভিনেত্রীকে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গেও তুলনা করেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এমনকি এ ধরনের নোংরা ভাবনার কারণে দেশের বেশির ভাগ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলেও উল্লেখ করেন এ অভিনেত্রী।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP