সালমান শাহর মৃত্যুর ২৯ বছর আজ

September 06, 2025
By Sub Editor

ঢাকাই সিনেমার ইতিহাসের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহকে হারানোর আজ (৬ সেপ্টেম্বর) পূর্ণ হলো ২৯ বছর। ১৯৯৬ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে তিনি ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নতুন ধারা ও ফ্যাশন সচেতনতার সূচনা করেছিলেন তিনি। মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত থাকলেও সালমান শাহ ভক্তদের হৃদয়ে আজও ‘স্বপ্নের নায়ক’।

মৃত্যুর পর পুলিশ একাধিক তদন্ত চালিয়ে জানায়, এটি আত্মহত্যা। তবে তার পরিবার ও ভক্তরা এই রিপোর্ট কখনো গ্রহণ করেননি। তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্‌ঘাটন করা যায়নি।

সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। ফ্যাশন সচেতনতা ও স্টাইলিশ চলাফেরায় তিনি ছিলেন নজরকাড়া। বলিউড থেকেও ডাক পেয়েছিলেন, তবে সেখানে কাজ করেননি। ভক্তদের কাছে তিনি আজও ‘স্বপ্নের নায়ক’।

পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন, তিনি ১৯৮৫ সালে বিটিভিতে মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে, যেখানে তার নায়িকা ছিলেন মৌসুমী। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করেন তিনি। মাত্র তিন বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে সালমান শাহ চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে যান।

আজও ভক্তদের মধ্যে তাকে অনুসরণ করার আগ্রহ রয়েছে, যা প্রমাণ করে, সালমান শাহ-এর স্বপ্নের নায়ক হিসেবে জায়গা চিরস্থায়ী।

 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP