সামনের বছর থেকে আইএলটিএস পরীক্ষা হবে নতুন নিয়মে

সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন। আগে বাধ্যতামূলকভাবে আইইএলটিএস লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু নতুন নিয়ম বাস্তবায়ন হলে লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনোভাবে পেন্সিল ব্যবহার করা যাবে না। অ্যাকাডেমিক ও জেনারেল আইএলটিএসে দুই ক্ষেত্রেই আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রে কলমের ব্যবস্থা কর্তৃপক্ষ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু সঙ্গে আনতে পারবেন না।

আইইএলটিএসের বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, নতুন নিয়মের কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা একটু সমস্যায় পড়বেন। কারণ তারা বেশিরভাগই পরীক্ষায় পেন্সিল ব্যবহার করেন। লিসেনিং, রিডিং ও রাইটিং অংশে পেনসিলের ব্যবহার সুবিধাজনক। কারণ, ভুল করলে সঙ্গে সঙ্গে রাবার দিয়ে মুছে ফেলে ঠিক করা যায়। কিন্তু কলম ব্যবহারের ফলে ভুল করলে কেটে দিতে হবে, ঠিক করে লেখার জায়গা পাওয়া যাবে না।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP