শেফালির মৃত্যুর ভবিষ্যৎ বাণী করেছিলো জ্যোতিষী

June 29, 2025
By Sub Editor

কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার মৃত্যুতে হিসাব মেলাতে পারছেন না তার সহকর্মীরা। শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। শেফালির প্রথমিক তদন্তে বের হচ্ছে এক একটি চাঞ্চল্যকর তথ্য। এবার অভিনেত্রীর একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা।


২০২৪ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালির জন্মছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন! অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে।
২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার শোতে অতিথি হয়ে গিয়েছিলেন শেফালি। সেখানেই জন্মছক হাতে নিয়ে পরেশ বলেন, “চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক। এর সঙ্গে বুধ থাকলে বিপদ আরও বাড়ে। চন্দ্র, কেতু এবং বুধের এই অবস্থান আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালি, আপনার জন্মছকে চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে বসে আছে, যা ভীষণ বিপজ্জনক।”

ভিডিওতে দেখা যায়, মন দিয়ে কথাগুলো শুনছিলেন শেফালি। যদিও তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে অভিনেত্রীর মৃত্যুর পর পরেশ ছাবড়ার পডকাস্টের সেই অংশ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই পডকাস্টেই শেফালি জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন তিনি। জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে এই রোগ কীভাবে তাকে পিছিয়ে দিয়েছে, সে কথাও শেয়ার করেছিলেন অভিনেত্রী।
এদিকে এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শেফালির স্বাস্থ্যের অবনতি হয়েছিল ২৭শে জুন রাত ১০টা থেকে ১১টার মধ্যে। সূত্র আরও জানিয়েছে, ‘রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শরীর কাঁপতে শুরু করে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় শেফালি, তার স্বামী পরাগ, মা এবং আরও কিছু লোক বাড়িতে উপস্থিত ছিলেন।’
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP