শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

সম্পূর্ণ বিনামূল্য আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে  মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৪।

কোটজেন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থা এবং ৩ হাজার ডলার উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার ৪২৭ টাকা। 

যুক্তরাষ্ট্রে ১৮৯৯ সালে সিমন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর জায়গা নিয়ে গঠিত এবং দুটি ক্যাম্পাসে বিভক্ত—যার একটিতে পাঁচটি একাডেমিক ভবন এবং অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।

সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের সব খরচ প্রদান করে;

*৩ হাজার ডলারের উপবৃত্তি (প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা) প্রদান করে;

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করে;

*বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে;

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে (ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে);

*আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে;

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে লিডবার্গ এডুকেশন।এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন করত মেসেজ দিন এখানে

এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP