সর্বশেষঃ লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল: ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার এক উৎকৃষ্ট সমন্বয়
সর্বশেষঃ চায়ের সাথে যেসব খাবার খেলে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি
সর্বশেষঃ পাওয়ার ব্যাংকের যে ভুল ব্যবহারের কারণে হতে পারে বিস্ফোরণ
সর্বশেষঃ নাচতে নাচতে স্কার্ট খুলে গেল মঞ্চে,থামালেন না নাচ
সর্বশেষঃ র্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশী পাসপোর্ট, আগের চেয়ে আরো শক্তিশালী
সর্বশেষঃ কানাডা উচ্চশিক্ষা : ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম কার্যকর সেপ্টেম্বরে, দেখুন বিস্তারিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।
সোমবার (১২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চশিক্ষা লাভের আশায় পড়ালেখা করে আসছেন। সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত বলে মনে হয়। এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা দেশের নাগরিক হিসেবে আমার, আপনার, সকলের দায়িত্ববোধের মধ্যে পড়ে।
এমতাবস্থায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/এডহক কমিটি/ গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যদের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ/আড়ম্বরপূর্ণ/ মহাসমারোহে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট হতে পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP