সর্বশেষঃ হাত দিয়ে পিম্পল খোঁচালে হতে পারে প্রাণঘাতী রোগ
সর্বশেষঃ গোবিন্দা আমাকে ছাড়া বাচঁতে পারবে না - স্ত্রী সুনিতা
সর্বশেষঃ রিয়ালকে বিধ্বস্ত করে লীগ শিরোপার কাছাকাছি বার্সেলোনা
সর্বশেষঃ ট্রাম্পকে রাজপ্রাসাদের মতো বিমান উপহার দিলো কাতারের রাজপরিবার
সর্বশেষঃ শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।
সোমবার (১২ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চশিক্ষা লাভের আশায় পড়ালেখা করে আসছেন। সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত বলে মনে হয়। এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা দেশের নাগরিক হিসেবে আমার, আপনার, সকলের দায়িত্ববোধের মধ্যে পড়ে।
এমতাবস্থায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ/এডহক কমিটি/ গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যদের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ/আড়ম্বরপূর্ণ/ মহাসমারোহে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক/কর্মকর্তাগণ যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন তাঁদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট হতে পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য নির্ধারিত ফি-এর অতিরিক্ত ফি গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP