শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের জন্য বিশেষ বিসিএস এবছরেই

May 12, 2025
By Sub Editor

শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের জন্য বিশেষ বিসিএসের প্রস্তুতি নিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। এজন্য একটি নিয়োগবিধি তৈরি করেছে সাংবিধানিক সংস্থাটি। এই দুই ক্যাডারে তিন হাজার ৭০০ এর অধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে কোনও নিয়োগের ক্ষেত্রে নতুন বিধি তৈরি করতে হয়। বিশেষ বিসিএসের জন্য আমরা একটি নিয়োগ বিধি তৈরি করেছি। এটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করা হবে।’

পিএসসির একটি সূত্র জানিয়েছে, বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন প্রভাষক নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এ ছাড়া স্বাস্থ্য ক্যাডার তিন হাজার ৩০ জনকে নিয়োগের প্রস্তাব এসেছে। ফলে সব মিলিয়ে বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৭১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP