শতভাগ আবাসনসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ

May 19, 2025
By Sub Editor

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি, পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা ও শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রকাশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‌‘আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স’।

সোমবার (১৯ মে) বিশ্বাবিদ্যালয়ের প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে আগত শিক্ষার্থীরা প্যারিস রোড অবরোধ করে তাদের দাবিগুলো তুলে ধরেন।

বিক্ষোভ সমাবেশে ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ছাত্র সমাবেশের দাবি অনতিবিলম্বে রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা ও পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং এ-সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ যতদ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। যদি প্রশাসন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদের ব্যর্থতা স্বীকার করে সব অনাবাসিক শিক্ষার্থীর উপযুক্ত অনাবাসিক ভাতা দিতে হবে।

সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যকর করা। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসন নিজেদের বিপ্লবী প্রশাসন দাবি করলেও শিক্ষার্থীদের চোখে তাদের উল্লেখযোগ্য কোনো কাজ দেখতে পাওয়া যায় না। রাকসু নির্বাচন ও শতভাগ আবাসন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আমরা এর আগেও অনেক মানববন্ধন করেছি, কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

রাবির আরেক সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসে শত শত বিঘা জমি পড়ে আছে। প্রশাসনের সদিচ্ছা থাকলে শতভাগ আবাসিকতা নিশ্চিত করা কোনো ব্যাপার বলে আমি মনে করি না। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের ভীষণ উদাসীন আমরা বলে মনে করছি।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP