ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। কাজের বাইরেও নানা কারণে আলোচনায় থাকেন। শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন।
একাধিক গোপন বিয়ে, এক সন্তানের মা হয়েছেন— এমন খবরও পেয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক জায়েদ খান সঞ্চালিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তানজিন তিশা।
গতকাল তানজিন তিশার বেশ কটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে শিশুসন্তানের সঙ্গে দেখা যায় তাকে। দাবি করা হয়— “এই শিশু তানজিন তিশার।” এসব ছবি এখন অন্তর্জালে ভাইরাল। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে দেওয়া পোস্টে ক্ষোভ ঝারেন ৩২ বছর বয়সি তিশা।
অন্তর্জালে ছড়িয়ে পড়া শিশুর পরিচয় দিয়ে এ স্ট্যাটাসে তানজিন তিশা বলেন, “অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য!”
২০ হাজার ডলার ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে তানজিন তিশা বলেন, “সেই সব অসভ্যদের বলছি— এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দিবো। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।”
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP