লিডবার্গ এডুকেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজিত

October 11, 2025
By Sub Editor

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সেবাদানকারী প্রতিষ্ঠান 'লিডবার্গ এডুকেশন' সফলতার সহিত চারটি বছর পার করে আজ ৫ম বর্ষে পদার্পণ করলো, সেই উপলক্ষ্যে আজ (১১ অক্টোবর, শনিবার) রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন লিডবার্গ এডুকেশনের পরিচালনা পর্ষদ, উপদেষ্টাসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ । পাশাপাশি শিক্ষার্থী-অভিভাবকবৃন্দও এই দোয়া মাহফিলে শরীক হন।

দোয়া অনুষ্ঠানের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। লিডবার্গ এডুকেশনের মাধ্যমে কানাডায় টরোন্টো'তে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, "বাইরে পড়তে যাওয়ার বিষয়ে আমরা অনেকগুলো এজেন্সীতেই ঘুরে দেখেছি,কথা বলেছি। কিন্তু কোন এজেন্সীই আমাদের সেভাবে কনভিন্স করাতে পারেনি। কিন্তু লিডবার্গ এডুকেশনে এসে যখন কথা বলি তখন তাদের কথা-বার্তা এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রোপার গাইডলাইন এবং সবচেয়ে বড় বিষয় কাজের ক্ষেত্রে তাদের ট্রান্সপারেন্সী আমাদের ১০০% কনভিন্স করে। তারপর আর দেরী না করে আমার বোনের জন্য এখানে ফাইল করি, এবং আলহামদুলিল্লাহ ৩৬ দিনের মধ্যে সে ভিসা পায়। বর্তমানে সে কানাডায় খুব সুন্দরভাবে পড়াশোনা করছে। আর আমি তার অভিভাবক হিসেবে এই সবটুকু কৃতিত্ব লিডবার্গ এডুকেশনের প্রতিটি সদস্যকে দিতে চাই। "

সফলতার সহিত পঞ্চম বছরে পদার্পন করায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে লিডবার্গ এডুকেশনের সিইও জনাব রাকিব হাসান বলেন, "প্রতিষ্ঠার প্রথম দিন শুরু করে এখন অবদি আপনারা যেভাবে কাজ করে আসছেন তার জন্য লিডবার্গ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সামনের দিনেও আপনারা প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার ধারা অব্যাহত রাখবেন। যার মাধ্যমে আমরা লাখো শিক্ষার্থীর কাছে পৌঁছে যাব। "

আলোচনা শেষে সকলকে নিয়ে বিশেষ দোয়া করা হয়, দোয়ায় লিডবার্গ এডুকেশনের প্রতিটি সদস্যদের সুস্থতা ও প্রতিষ্ঠানটির ভবিষ্যত সমৃদ্ধির জন্য দোয়া করা হয়, পাশাপাশি দেশের নাগরিক ও দেশের শান্তি-শৃঙ্খলা-স্থিতীশীলতা রক্ষার পাশাপাশি মজলুম ফিলিস্তিনি গাজাবাসীদের জন্যও বিশেষ ভাবে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে তবারক দেওয়া হয় এবং দুঃস্থ-সুবিধাবঞ্চিত বয়স্ক ও শিশুদের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়। 

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP