রিয়ালকে ২-০ গোলে হারালো লিভারপুল,এমবাপ্পের পেনাল্টি মিস

November 28, 2024
By Sub Editor

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসের কমতি ছিল না। সেই সঙ্গে প্রত্যাশার পারদও ছিল তুঙ্গে। তবে সময়ের দাবি মেটাতে পারলেন না এমবাপ্পে। একের পর এক ম্যাচে নিজের ছায়া হয়ে থেকেছেন। এবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করলেন পেনাল্টি। ১৫ বছর পর লিভারপুলের কাছে ২-০ গোলে পরাজয়ের স্বাদ পেল রিয়াল।

 

বুধবার (২৭ নভেম্বর) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয়ার্ধে লিভারপুলকে এগিয়ে নেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর পেনাল্টি মিস করে সমতায় ফেরার সুযোগ হারান এমবাপ্পে। মোহামেদ সালাহও একই ভুল করেন। শেষে বদলি নেমে লিভারপুলের জয় নিশ্চিত করেন কোডি হাকপো।

ঘরের মাঠে লিভারপুল কেমন ফুটবল উপহার দিয়েছে, সেটা পরিসংখ্যানের দিকে তাকালেই দেখা যায়। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। সেখানে রিয়ালের ৯ শটের কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP