রিয়ামনির সাথে সব মিটমাট করে ফেললেন হিরো আলম

August 25, 2025
By Sub Editor

গত মাসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আত্মহত্যা চেষ্টার আগে তার তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন তিনি। তবে সব বিভেদ ভুলে আবারও এক হয়েছিলেন। এরপর দুটি কারণ দেখিয়ে হিরো আলমকে তালাক দেন রিয়ামনি। এবার আবার শোনা যাচ্ছে হিরো আলমের সঙ্গে আবারও মিটমাট হয়ে গেছে রিয়ামনির।

হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন, রিয়ামনি কক্সবাজারে রাত কাটিয়েছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেয়ার কথা জানান।

তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন।
এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তার সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। 
 
হিরো আলম নিজেই একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বরগুনা যাওয়ার কথা।

তিনি তার শ্বশুরবাড়িতে উঠেছেন। রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। দুজন একসঙ্গে থাকার কথাও জানিয়েছেন।
এর আগে তালাকের ঘটনা অস্বীকার করে হিরো আলম বলেন, ‘রিয়ামনি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি ম্যাক্স অভি এবং রিয়ামনির নামে মামলা করব। আমার স্ত্রী হয়ে সে অনৈতিক সম্পর্ক করেছে অভির সঙ্গে, আমি তাদের হাতে-নাতে ধরেছি।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP