যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে অনার্সে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ

March 01, 2025
By Sub Editor

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। দেশটিতে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী শহর ব্রিস্টলে প্রতিষ্ঠিত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আসেন। শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ প্রদান করে, যার মধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের স্কলারশিপ অন্যতম।

বাংলাদেশসহ প্রায় সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ ফ্রেব্রুয়ারি ২০২৫। 

‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের অনুদান দেয়া হবে টিউশন ফি প্রদানের জন্য। বিশ্বব্যাপী উদ্ভাবনী গবেষণার জন্য ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯০৯ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।

সুযোগ-সুবিধা—

*স্নাতকের শিক্ষার্থীদের প্রতি বছর ৬, ৫০০ এবং ১৩০০০ হাজার পাউন্ডের উপবৃত্তি দেয়া হবে;

*প্রদানকৃত অর্থ শুধু টিউশন ফি-র জন্য ব্যবহার করা যাবে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে স্নাতক করতে পারবেন;

*টিউশন ফি-র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP