মোবাইল চেক কিংবা ফলো করা ছাড়াই যেভাবে ধরবেন সঙ্গীর পরকীয়া

By Sub Editor

সাম্প্রতিককালে যেসব সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করেছে তারমধ্যে শীর্ষে রয়েছে পরকীয়া। আর এ বিবাহ-বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে সমাজে খুন-খারাবির মতো ঘটনাও ঘটছে। বর্তমানে পরকীয়ার আধিক্যের কারণে সমাজে নানা বিশৃঙ্খলার দেখা দিচ্ছে। আর এই পরকীয়ার নিষ্ঠুর বলি হচ্ছে স্বামী বা স্ত্রী, পিতা-মাতা ও সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

কীভাবে বুঝবেন সঙ্গী পরকীয়ায় জড়িত কিনা? 

 

১. হঠাৎ করে যদি সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা শারীরিক মিলনে অনাগ্রহ প্রদর্শন করে।

২. সঙ্গীর থেকে অপরিচিত পারফিউমের ঘ্রাণ পাওয়া।

৩. হঠাৎ করে সঙ্গীর সাজসজ্জা বেড়ে যাওয়া। নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা। স্বাভাবিকের চেয়ে সুন্দর পোশাক বা ভিন্ন স্টাইলের পোশাক পরা যা আপনি কখনও দেখেননি।

৪. পরিবার বা কাছের মানুষকে সময় বেশি না দেয়া। বাইরে বাইরে বেশি সময় কাটানো।

৫. হুট করে যখন দেখবেন যে সঙ্গীর মিথ্যা বলার পরিমাণ বেড়ে গেছে।

৬. সঙ্গীকে কোন প্রশ্ন করলে যখন অস্থির বা নার্ভাস হয়ে যায়। অনেক ক্ষেত্রে সঙ্গী রেগে যেতে পারে।

 

৭. যখন সঙ্গী আপনাকে এড়িয়ে যেতে থাকে। অর্থাৎ আপনার সঙ্গী আপনার সাথে কোথাও যেতে বা কিছু করতে চায় না।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP