সর্বশেষঃ বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক উন্মাদনায় মেতে উঠলো লিডবার্গ পরিবার
সর্বশেষঃ মুড সুইং নিয়ে বিড়ম্বনা, দেখে নিন কি খেলে হবে এই সমস্যার সমাধান
সর্বশেষঃ সামনের বছর থেকে আইএলটিএস পরীক্ষা হবে নতুন নিয়মে
সর্বশেষঃ ডিলিট কিংবা ব্যানড হওয়া টিকটক আইডি ফেরত পাবেন যেভাবে
সর্বশেষঃ ১২ লাখ টাকার স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডায়
সর্বশেষঃ উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জীবনযাপন সহজ করার ১০ টি টিপস
আমরা প্রায়ই এই কথা শুনি যে সুস্থ শরীর মানে সুস্থ মন। আমরা যদি খুব বেশি জাঙ্ক ফুড বা ক্যালোরিযুক্ত খাবার খাই, তাহলে আমাদের মেজাজে পরিবর্তন হতে শুরু করবে। যদি আমরা স্বাস্থ্যকর খাই, নিয়মিত ব্যায়াম করি এবং পর্যাপ্ত বিশ্রাম পাই তাহলে আমাদের মেজাজের ওপরও এর প্রভাব স্পষ্ট। মুড সুইং নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে বরং কিছু খাবার গ্রহণের মাধ্যমেই তা সামলে ওঠা যায়। চলুন জেনে নেওয়া যাক মুড সুইং ঠিক করতে কোন খাবারগুলো খাবেন-
১. পালং শাক
আমরা সবাই জানি পালং শাক পুষ্টির একটি পাওয়ার হাউস। কিন্তু আপনি কি জানেন যে এটি মেজাজ উন্নত করতেও সাহায্য করতে পারে? সবুজ শাক-সবজিতে আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য উপাদান রয়েছে যা একসঙ্গে শরীরে অ্যান্টিডিপ্রেসেন্ট ডোজ হিসাবে কাজ করে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
২. ফার্মান্টেড ফুড
আমাদের অন্ত্র এবং আমাদের মনের মধ্যে একটি অন্তর্নিহিত সংযোগ রয়েছে। আসলে অন্ত্রকে দ্বিতীয় মনও বলা হয়ে থাকে। মেজাজ ভালো রাখতে ডায়েটে দই এবং কিমচির মতো খাবার যোগ করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। দই, কিউই, কিমচি বা কাঞ্জির মতো খাবারের আইটেমগুলো হলো প্রোবায়োটিক যা অন্ত্রে বিস্ময়করভাবে কাজ করে এবং শেষ পর্যন্ত মেজাজ উন্নত করতে সাহায্য করে।
৩. প্রোটিন
প্রোটিন শরীরের একটি বিল্ডিং ব্লক এবং ওজন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উপাদান। প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে, পুষ্টিবিদদের মতে যা মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে।
৪. অ্যান্টিঅক্সিডেন্ট
তুঁত, ব্লুবেরি এবং স্ট্রবেরির মতো বেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও মেজাজের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। মেজাজের পরিবর্তন মোকাবিলা করতে এবং সুখী হরমোন বাড়াতে এ ধরনের ফল নিয়মিত খেতে হবে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অন্যান্য খাবারও রাখতে হবে তালিকায়।
সূত্র : ঢাকাপোস্ট
We are not gonna make spamming
© 2025 Academic Diary. All Rights Reserved.
BACK TO TOP